পিআইবিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও নবীনবরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবিতে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডিজে) কোর্সের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর পিআইবির সভাকক্ষে সকাল ১০টার দিকে এই অনুষ্ঠান শুরু হয়।
পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা শরমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী।
প্রধান অতিথি পারভীন সুলতানা রাব্বী বক্তব্যে নবাগত, পুরোনো ও কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে উদ্দীপনামূলক কথা বলেন এবং সুন্দর জীবন গঠনের জন্য দিকনির্দেশনা দেন। তিনি বলেন, সাংবাদিকদের মাঝে সবচেয়ে জরুরি বিষয় হলো সততা ও দায়িত্বজ্ঞান। সমাজে সত্যকে তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই একজন সাংবাদিক জনকল্যাণের জন্য কাজ করবে। তিনি অপসাংবাদিকতা রুখে দিতে শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
পিআইবির প্রতিবেদক সিফাত তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, প্রভাষক শুভ কর্মকার ও প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিনসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পরিচয় পর্ব শেষে পিআইবির ২২ ও ২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য সম্মাননা স্মারক দেওয়া হয়। দুই শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছয়জনকে এই সম্মাননা দেওয়া হয়। এছাড়া ফুল ও বই উপহার দিয়ে তাদের স্বাগত জানানো হয়।
পিআইবির ২১-২২ শিক্ষাবর্ষে কৃতি সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন—দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক আব্দুর রহীম মানিক, মাহমুদুল হাসান বাপ্পি ও এনটিভি অনলাইনের সাংবাদিক অমিত কিশোর রাউৎ।