নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত

নড়াইলের লোহাগড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাসির নামে একজন সিএনজিচালক নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
গতকাল রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বসুপটি এলাকায় কালনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নড়াইল থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা লোহাগড়া যাচ্ছিল। অন্যদিকে লোহাগড়া থেকে নড়াইল অভিমুখী একটি কাভার্ডভ্যান কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক নাসির নিহত হন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর লোহাগড়া থানা পুলিশ ও নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে যানচলাচল স্বাভাবিক করেন। সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের টিএসআই মো. লিয়াকত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’