ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের শহীদ রাজাঈ বন্দরে গতকাল শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটে। ছবি : এএফপি
দক্ষিণ ইরানের একটি বন্দরে শনিবার (২৬ এপ্রিল) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এছাড়া আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ।
রোববার (২৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দরে গতকাল শনিবার (২৬ এপ্রিল) অজানা উৎসের ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় বলেছেন, ‘বন্দর আব্বাসের শহীদ রাজাঈ বন্দরে বিস্ফোরণে এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। এর আগে মৃতের সংখ্যা ছিল ২৮ জন।’

ভয়াবহ এই বিস্ফোরণে আরও সহস্রাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন এস্কান্দার মোমেনি। যদিও বিস্ফোরণের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।