৩০ মণ জাটকা পাঠানো হলো এতিমখানায়

নোয়াখালীর সুবর্ণচরে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। গতকাল রোববার (২৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার চরবাটার ভূঁইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি এসব মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে হাতিয়ার টাংকি বাজার থেকে পিকআপ ভর্তি জাটকা মাছ ভূঁইয়ারহাট বাজারে আনার সময় অভিযান চালানো হয়। অভিযানে ৩০ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় মাছ জব্দ করে সমাজসেবা কার্যালয়ের সহায়তায় উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
প্রসঙ্গত, সরকার প্রতিবছর ১ নভেম্বর থেকে পরবর্তী বছরের ৩১ মে পর্যন্ত ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ, অর্থাৎ জাটকা, ধরা, সংরক্ষণ, বিক্রি ও পরিবহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ আইন লঙ্ঘন দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়।