বুয়েট ক্লাবের অনুষ্ঠানে ন্যান্সি বাদ : রাজনৈতিক মতাদর্শের অভিযোগে বিতর্ক

বুয়েট ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। তবে অনুষ্ঠানের আগের দিন তাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শিল্পী নিজেই বুধবার (৩০ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগ তুলে লিখেন, ‘আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। কিন্তু মঙ্গলবার রাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
আয়োজকদের একজন আমাকে হোয়াটসঅ্যাপে জানান, অনুষ্ঠানে আমার অংশগ্রহণ বাতিল করা হয়েছে। কারণ হিসেবে আয়োজক উল্লেখ করেছেন, দুটি গ্রুপের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় এবং একজন প্রেসিডেন্ট প্রার্থীর অনুরোধে তাকে বাদ দেওয়া হয়েছে। আয়োজকের ভাষ্য মতে, ‘কোনো রাজনৈতিক শিল্পী থাকলে বিপক্ষের সমর্থকরা অনুষ্ঠান বয়কট করবে।’ এই ঘটনায় আমাকে দুঃখপ্রকাশ করা হলেও আমি এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও অপেশাদার বলে অভিহিত করছি।

রাজনৈতিক মতাদর্শের কথা উল্লেখ করে শিল্পী বলেন, ‘বুয়েট ক্লাব কি হঠাৎ করে আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারল? রাজনৈতিক পরিচয় থাকলেই কি একজন শিল্পীকে এভাবে অসম্মান করা যায়?’
ন্যান্সি আরও বলেন, ‘আমাকে অনুষ্ঠানে অংশ নিতে আয়োজকরাই বারবার অনুরোধ করেছিলেন। আমি কি যেচে এই অনুষ্ঠানে গান গাইতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি-আগ্রহী ছিলেন?
‘বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানী না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’
অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’!
আপনারা পারেনও বটে—লিখে আয়োজকদের উদ্দেশে সর্বশেষ ন্যান্সি বলেন, ‘নিয়ম অনুযায়ী পুরো সম্মানি আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন।’