প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠকে হয়নি সমাধান, ফের বৈঠক আজ

বিভিন্ন দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সরকারের দুই উপদেষ্টার বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে গতকাল। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি-দাওয়া নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) আবারও সরকারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যায় রেল ভবনে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে ১১ সদস্যের একটি শিক্ষার্থী প্রতিনিধি দলের প্রায় সোয়া এক ঘণ্টা আলোচনা হয়। বৈঠক থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা দাবি করেন, সেখানে ফলপ্রসূ কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
এদিন দুপুরে শিক্ষার্থীরা আন্দোলনের ধারাবাহিকতায় শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের জন্য দুঃখ প্রকাশ করলে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি তুলে নেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি তারা আপাতত পালন করবেন না। আজ বিকেল ৫টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি সভা করে তারা পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে কোনো কোনো শিক্ষার্থী আজকের জন্য সব প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা দিয়েছেন, যার ফলে কোনো ক্লাস বা পরীক্ষা হবে না।