বর্ণাঢ্য আয়োজনে পাবনা প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নেচে গেয়ে আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলার কর্মরত সাংবাদিকেরা। ১৯৬১ সালের ১ মে যাত্রা শুরু হয় পাবনা প্রেসক্লাবের।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছেন সদস্যরা। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা ও আমন্ত্রিত অতিথি এবং প্রবীণ সদস্যদের স্মারক সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপন করা হয়। দিনের শুরুতেই প্রেসক্লাব চত্বর থেকে ব্যানার ফেস্টুন নিয়ে কর্মরত সাংবাদিকরা শোভাযাত্রা করে শহর প্রদক্ষিণ করেন। পরে ক্লাব অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথি ও উপজেলা থেকে আগত সাংবাদিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। পরে ৬৪ পাউন্ডের কেক কেটে মিষ্টিমুখ করানো হয় সবাইকে।
আগামীকাল শুক্রবার ক্লাব সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে।
ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ ও এ বি এম ফজলুর রহমান এবং ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সারিতে অবদান রেখেছেন পাবনা প্রেসক্লাবের সদস্যরা। দেশের সব প্রগতিশীল আন্দোলনে ভূমিকা রেখেছেন এই ক্লাবের প্রবীণ সাংবাদিকেরা।