সদস্য সচিবের ইমামতিতে মঞ্চেই এনসিপি নেতাদের নামাজ আদায়

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশের মঞ্চেই আসরের নামাজ আদায় করেন এনসিপির নেতারা। ছবি : এনটিভি
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে চলছে। আজ শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে চলাকালে মঞ্চেই আসরের নামাজ আদায় করেন এনসিপির নেতারা। নামাজের ইমামতি করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
জামাতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, হান্নান মাসুদ, মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
এর আগে সমাবেশস্থলে দুপুর ২টা থেকেই জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।