রাজশাহীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে তিন বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিজন মার্ডিকে (৫৬) গ্রেপ্তার করেছে র্যাব-৫। গতকাল শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার কাকনহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিজন মার্ডি উপজেলার সাহাপর ময়হাপাড়া এলাকার বাসিন্দা।
আজ শনিবার (৩ মে) সকালে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি ছদ্মবেশে কাকনহাট বাজার এলাকায় অবস্থান করছেন। এরপর র্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, ব্যাজন মার্ডি এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিন বছরের সাজা হলে তিনি আত্মগোপনে চলে যান।
গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।