বিশেষ অভিযানে হাতিরঝিলে ১১ অপরাধী গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাকিবুল হাসান শান্ত (২৮), মোছা. খাদিজা বেগম (২৬), মো. শামীম (২৫), জুবায়ের হাসান (২২), মো. ইমরুল খান (২৩), সোহেল রানা (৩০), কামরুল ইসলাম (৪০), মো. রবিউল হাসান (২২), মো. মোস্তাকিম (২১), মো. শাহীন (৩৫) ও সোহেল রানা (৩০)।
আজ শনিবার (৩ মে) সকালে ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৪০ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এর আগে, শুক্রবার (২ মে) হাতিরঝিল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।