টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন স্মার্ট কার্ড হচ্ছে : খাদ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের খাদ্য ও কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড বাতিল করে নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে টিসিবিসহ খাদ্যবান্ধব কর্মসূচি আরও ভালোভাবে চালু করা সম্ভব হবে।
আজ শনিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।
আলী ইমাম মজুমদার বলেন, ‘টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল। সেগুলো বাতিল করা হয়েছে। এ ছাড়া নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা হয়েছে। পরিবর্তনের জন্য যেটুকু সময় লেগেছে, তাতে কোনো সমস্যা হবে না। নতুনভাবে টিসিবির কার্ড দেওয়া হবে।’
গম ও আটার দাম বেড়ে যাওয়ার বিষয়ে খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের মধ্যবিত্ত সমাজে সবাই একবেলা রুটি খাই। আগে মানুষ তিনবেলা ভাত খেত। আমাদের দেশে গমের চাহিদা বছরে কমপক্ষে ৭০ লাখ টন। অভ্যন্তরীণ উৎপাদন ১০ লাখ টন, বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। বেশির ভাগই বেসরকারিভাবে আমদানি হয়। সরকারিভাবে যে আমদানি করা হয়, তার কিছু অংশ ওএমএসে দেওয়া হয়, বাকিটা পুলিশ, মিলিটারি, আনসার ও জেলখানাসহ অন্যান্য সংস্থায় রেশনিংয়ে দেওয়া হয়।’
আলী ইমাম মজুমদার বলেন, ‘বোরোর ফসল উৎপাদন বেড়েছে। ফলে ভালো মজুত গড়ে তোলা সম্ভব হবে। অন্য ফসল ভালো হলে এবং মজুত ভালো থাকলে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএসের মাধ্যমে টিসিবি কার্ড আরও বাড়ানো যাবে।’
মিলগুলোতে মোটা চাল কেটে চিকন করার বিষয়ে উপদেষ্টা আলী ইমাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তারা অস্বীকার করলেও বড় চাল মিলগুলোতে তদন্ত করা হচ্ছে। চাল কেটে চিকন করা হলে, তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
খাদ্য উপদেষ্টা বলেন, ‘নির্মাণাধীন সাইলো গুদাম পরিদর্শন করা হয়েছে। কাজের অগ্রগতি দ্রুত করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ ও উপদেশ দেওয়া হয়েছে। সাইলো গুদামের নির্মাণ কাজ প্রায় শেষ। শিগগিরই সেখানে মালামাল রাখা যাবে। সারা দেশে এবার আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। তাই বিভিন্ন জায়গায় মালামাল রাখার জন্য সাইলোগুলো পরিদর্শন করা হচ্ছে। বন্দরের সাইলো গুদামটি মজুত করার জন্য ভালো জায়গা এবং এটি নদী ও সড়কপথে সারা দেশের সঙ্গে যোগাযোগযোগ্য।’
খাদ্য উপদেষ্টা আরও বলেন, ‘চালের দাম সহনীয় হয়ে আসছে। তবে কৃষকদের ন্যায্যমূল্যও নিশ্চিত করতে হবে। চালের দাম ক্রমান্বয়ে কমলে আটার দামও কমে যাবে।’
এ সময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।