ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফায়ার ফাইটার নিহত

নিহত ফায়ার সার্ভিস কর্মী সজিবুল ইসলাম। ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সজিবুল ইসলাম (২৩) নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। আজ রোববার (৪ মে) সকাল ৭টার দিকে কুমিল্লা–সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিবুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের একজন সদস্য হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান এনটিভি অনলাইনকে জানান, রোববার সকালে কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ফায়ার সার্ভিসকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।