গোপালগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রাঘাতে সহিদ মুন্সী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দা গ্রামের বোরো ধান ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। সহিদ ওই গ্রামের মৃত সেকেন্দার মুন্সীর ছেলে।
দিগনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মুরাদ চৌধূরী জানান, সকালে বাড়ির পাশে নিজের জমির বোরো ধান কাটতে যান সহিদ মুন্সী। ১১টার দিকে আকাশে মেঘ ও বিদ্যুৎ চমকাতে দেখা যায়। হঠাৎ বজ্রপাতও শুরু হয়। বজ্রাঘাতে সহিদ ঘটনাস্থলেই মারা যান।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সহিদের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের জন্য আবেদন করেছে পরিবার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।