ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সম্মানে সুপ্রিম কোর্টের বিচার কাজ অর্ধবেলা

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ সোমবার (৫ মে) অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ।
এদিন আপিল বিভাগের বিচারকাজ বেলা ১১টা পর্যন্ত চলবে। এরপর আর বসবে না আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগের বিচারকাজ দুপুর ১টা পর্যন্ত চলবে। এরপর হাইকোর্টে বিচারকাজ বন্ধ থাকবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ নির্দেশনা দিয়েছেন।
বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার (৪ মে) বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুতে জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দুই ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী। দুজনই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী।