গোপালগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি, মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দফা দাবিতে কর্মবিরতি করে মানববন্ধন পালন করেছে গোপালগঞ্জের বিচার বিভাগীয় কর্মচারীরা।
আজ সোমবার (৫ মে) বেলা সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
বিচার বিভাগীয় কর্মচারীদের দাবি দুটি হলো, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।
গোপালগঞ্জ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেলা ও দায়রা জজ আদালতের নাজির খোন্দকার আবু সাইদ বক্তব্য দেন।
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. হান্নান মোল্লা বলেন, আমরা চাকরির শুরু থেকেই জুডিশিয়ারি কাজ করে আসছি। অথচ আমাদের নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। আমাদের দাবি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন থেকে বিচার বিভাগের অধীনে আমাদের নিয়োগ দেওয়া হোক। তাছাড়া আমরা চাকরি শুরু থেকে শেষ পর্যন্ত একই পদে চাকরি করে যাচ্ছি, কেন এই বৈষম্য। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দেওয়া হোক।