‘ফিরোজা’র সামনে কয়েক স্তরের নিরাপত্তা, অপেক্ষায় নেতাকর্মীরা

গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। ছবি : এনটিভি
চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছানোর কথা রয়েছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় উঠবেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের ফিরে আসাকে কেন্দ্র করে গুলশানে তার বাসভবন ফিরোজা ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ, র্যাব ও আর্মির পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। এছাড়া ফিরোজার প্রবেশপথ ৭৯ নম্বর রোডের মুখে ব্যারিকেড দেওয়া রয়েছে।
এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার-হাজার নেতাকর্মী ‘ফিরোজা’র বাইরে অবস্থান করছে।