গাজীপুরে নারী শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুরের ছয়দানা মালেকের বাড়ি এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় আড়াই ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইন্টারলুপ বিডি লিমিটেড কারখানার এক নারী শ্রমিক কর্মস্থলে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই মর্মান্তিক ঘটনার পরপরই কারখানার সহকর্মী ও অন্যান্য শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে শ্রমিকরা শান্ত না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ সুপার একেএম জহুরুল ইসলাম জানান, সকালে গাড়িচাপায় এক নারী শ্রমিকের মৃত্যুতে শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করেছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমান যান চলাচল স্বাভাবিক হয়েছে।