‘জঙ্গি নাটকের’ হোতা ৩ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।
আজ বুধবার (৭ মে) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। অন্য ২ সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতের আদেশ অনুযায়ী আগামী ২৫, ২৭ ও ২৯ মে পৃথকভাবে এই তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্ত সংস্থা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।
৩ পুলিশ কর্মকর্তা হলেন- সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা।
এর আগে গত ৯ এপ্রিল এবং আজ ৭ মে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগেও ২১, ২২ ও ২৩ এপ্রিল তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত।
উল্লেখ্য, কল্যাণপুরে কথিত জঙ্গি অভিযানে হতাহতদের পরিবারের অভিযোগে এবং ‘জঙ্গি নাটকের’ অভিযোগে এই মামলার তদন্ত শুরু হয়। অভিযুক্ত ৩ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যার অভিযোগেও মামলা রয়েছে।