আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) বিক্ষোভের পর পূর্বঘোষিত গণজমায়েতে জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার পর থেকে তারা মঞ্চের সামনে তৈরি অস্থায়ী মঞ্চের সামনে আসতে থাকেন।
জুমার পর আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে। বড় জামায়েতর লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চের সামনেই অবস্থান নিয়েছে তারা।
এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তার দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে।
এর আগে, বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে গণজমায়েতের জন্য অস্থায়ী মঞ্চ বানানো শুরু হয়। পাশাপাশি পাঁচটি ট্রাক একত্রিত করে মঞ্চ বানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে এ মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছিল।
এদিকে বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে এনসিপি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছে এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। বিক্ষোভকে কেন্দ্র করে যমুনার চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তায় ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এর আগে, হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) না পাওয়া পর্যন্ত রাত ১০টা থেকে যমুনার সামনে তিনি অবস্থান নেবেন।