রাজশাহীর সাবেক মেয়রের এপিএসসহ গ্রেপ্তার ৫

বিশেষ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের এপিএস আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেপ্তার করেছে নওগাঁর বদলগাছী থানা-পুলিশ। টিটুকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওই বাড়ির মালিক আব্দুল ওহাব চৌধুরী সাগরকেও (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (৯ মে) ভোরে উপজেলার চাকরাইল এলাকায় অভিযান চালায় পুলিশ।
একই দিনে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগ ও আওয়ামী লীগের আরও তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টিটু রাজশাহীর বোয়ালিয়া থানার রাণীবাজার এলাকার বাসিন্দা এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপর গ্রেপ্তারকৃত আব্দুল ওহাব চৌধুরী সাগর চাকরাইল এলাকার বাসিন্দা। তিনি বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
বাকি গ্রেপ্তারেরা হলেন-আধাইপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের মেম্বার আমিনুল ইসলাম উজ্জ্বল (৪০), রাজাপুর এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক মিলন হোসেন (৩৮) এবং বালুভরা ইউনিয়নের চকগোপালপুর গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক পুলকেশ সরকার (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক সাগরের বড় শ্যালক টিটু বুধবার রাতে বেড়াতে এসে গোপনে ওই বাসায় আশ্রয় নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বাসা ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ভোররাতে অভিযান চালিয়ে সাগরের বাড়ি থেকে টিটুকে গ্রেপ্তার করি। বাড়ির মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।’
সাইফুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে চারজনকে গত বছরের ৫ নভেম্বর বদলগাছীর গোবরচাঁপা হাট এলাকায় ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাড়ির মালিক সাগরের বিষয়ে আইনগত আলোচনা চলছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে সিদ্ধান্ত এখনও হয়নি।
গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।