শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড না করার অনুরোধ হাসনাতের

রাজধানীর শাহবাগ ছাড়া ঢাকার প্রবেশদ্বার বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড না করার অনুরোধ জানিয়েছেন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
গতকাল শুক্রবার (৯ মে) দিনগত রাত ৪টার দিকে নিজের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত লেখেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।'

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শনিবার (১০ মে) সকালেও চলছে ‘শাহবাগ ব্লকেড’। বন্ধ রয়েছে শাহবাগের রাস্তা। যাত্রীবাহী কোনো পরিবহণ ওই পথে চলতে না দিলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জড়ো হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতেরাও।