বিদেশে এমবিবিএস পড়াশোনা নিয়ে রাজধানীতে সেমিনার

ভবিষ্যৎ মানসম্মত চিকিৎসক তৈরি করতে ‘মেড এডুকেয়ার বাংলাদেশ বিভিন্ন দেশে এমবিবিএস পড়াশোনার ব্যবস্থা নিয়ে দিনব্যাপী একটি আন্তর্জাতিক মেডিকেল গাইডেন্স সেমিনারের আয়োজন করেছে।
আজ শনিবার (১০ মে) সকাল ১১টায় রাজধানীর অভিজাত একটি হোটেলে এ গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের দেশের স্বনামধন্য চিকিৎসক, বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিসহ অভিভাবক, মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারের বক্তারা বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থীই এমবিবিএস পড়াশোনার জন্য বাইরের দেশকে বেছে নিচ্ছেন। তবে খরচের কথা চিন্তা করে অনেকেই আবার পিছিয়ে যান। আবার অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, যে বিদেশ থেকে ডাক্তারি পাস করে বাংলাদেশে এসে প্র্যাকটিস করার সুযোগ কম। কিন্তু বিষয়টি তেমন নয় কম খরচেও দেশের বাইরে অনেক মেডিকেল কলেজ মানসম্মত শিক্ষা ব্যবস্থা রয়েছে। তাই যোগ্যতা থাকলে কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যেতে পারে যে কোন শিক্ষার্থী। দেশের বাইরে থেকে ডাক্তারি পাস করার পর দেশে ও বিদেশে ক্যারিয়ার গঠনের ভালো সুযোগ রয়েছে।
মেলায় মেডিকেল পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ফ্রি-এন্ট্রিসহ একাদিক দেশি বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরাসরি দেখা করে কথা বলার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে মেড এডুকেয়ার বাংলাদেশের উপদেষ্টা এম এ মান্নান চৌধুরী আমন্ত্রিত বিদেশি মেডিকেল কলেজের অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।
রাইহান কবির রনোর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মেড এডুকেয়ার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আছিফ রহমান শাহীন। তিনি বলেন, ভবিষ্যতের চিকিৎসকরা যেন সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আন্তর্জাতিকমানের মেডিকেল শিক্ষা যেন সহজলভ্য হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মেড এডুকেয়ার বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক মেড এডুকেয়ার দুবাইয়ের বাংলাদেশি শাখা, যা বর্তমানে বিশ্বের স্বনামধন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিত্ব করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেড এডুকেয়ার দুবাইয়ের অপারেশন ম্যানেজার আশিষ ক, পরিচালক ডা. রাকেশ ও বানী মণ্ডল। বাংলাদেশের চিকিৎসকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন ডা. আয়েশা, চিফ মেডিকেল অফিসার, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল হায়ার স্কুল অফ মেডিসিনের সিনিয়র স্পেশালিস্ট ও আন্তর্জাতিক রিলেশন অফিসার কিনাকি জুনুশোভা। তিনি মেডিকেল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগ-সুবিধা, ভর্তি প্রক্রিয়া ও ক্যারিয়ার দিকনির্দেশনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।