গাজীপুরে শ্রমিক আন্দোলনে জেরে কারখানা বন্ধের ঘোষণা

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ‘মার্ক সোয়েটার লিমিটেড’ নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি : এনটিভি
গাজীপুরের কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জেরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১১ মে) সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে গেটে ঝুলানো বন্ধের নোটিশ দেখতে পান এবং তা দেখে ক্ষোভে ফেটে পড়েন।
কাশিমপুরের সুরাবাড়ি এলাকায় অবস্থিত ‘মার্ক সোয়েটার লিমিটেড’ কারখানাটি শ্রমিক অসন্তোষের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শ্রমিকদের বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশ সুপার একেএম জহুরুল ইসলাম।