মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে হাতবোমা-পিস্তল উদ্ধার

সেনাবাহিনীর অভিযানে পাঁচটি হাতবোমা, একটি বিদেশি পিস্তল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনী উপজেলার চোখতলা মাঠ এলাকায় ডাকাতি ও নাশকতার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে পাঁচটি হাতবোমা, একটি বিদেশি পিস্তল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।
গতকাল রোববার (১১ মে) রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
সেনাবাহিনী মেহেরপুর ক্যাম্প কমান্ডার মেজর ফারহান জানান, একটি ডাকাত দল সড়কে ডাকাতি ও নাশকতা চালানোর জন্য চোখতলা মাঠ এলাকায় অবস্থান নিয়েছিল। গোপন খবর পেয়ে মেহেরপুর সেনা ক্যাম্প থেকে একটি নিয়মিত টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ফেলে রেখে যায় পাঁচটি হাতবোমা, একটি বিদেশি পিস্তল ও ৪০ গ্রাম গাঁজা।