ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগনেতা আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক সায়মুম খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় পুলিশে সোপর্দ করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম।
অভিযোগপত্রে খায়রুল ইসলাম জানান, ২০২৩ সালের ৫ জুন সায়মুম খান সহপাঠী সিফাত সিদ্দিকের মাধ্যমে ডেকে নিয়ে খায়রুলকে শহীদ আনাস হলের ছাদে নিয়ে যান এবং প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করেন। ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকির পাশাপাশি সিঁড়ি থেকে ফেলে গুরুতর আঘাত করেন। এতে হাত-পায়ে মারাত্মক চোট ও রক্তক্ষরণ হয়।
খায়রুল ইসলাম আরও জানান, আঘাতপ্রাপ্ত হওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসা নেন। পরে আইনি ব্যবস্থার জন্য থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে অভিযোগপত্রে তিন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- আতিকুর রহমান, মো. আমিরুল ইসলাম ও আব্দুল কাইয়ুম। ভুক্তভোগীর দাবি, আরও অনেক শিক্ষার্থী ঘটনার বিষয়ে অবগত।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। মঙ্গলবার সকালে নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।