রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদক-ওষুধ জব্দ

রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদক-ওষুধ জব্দ। ছবি : এনটিভি অনলাইন
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা, মদ ও ওষুধ জব্দ করেছে বিজিবি। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার ঝাউবাড়ি থেকে সীমান্ত পিলার ১০৬৮/১ টি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ব্যাটালিয়নের (বিজিবি-৩৫) সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।
জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৫ পিস ইয়াবা, ৩৪ বোতল মদ ও ৪০০ পিস ওষুধ জব্দ করা হয়েছে।