শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার (১৭ মে) ঘোষণা করা হবে। আসামিদের মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
৮ বছরের শিশু আছিয়া গত ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয়। ৯ মার্চ আছিয়ার মা আয়েশা খাতুন মাগুরা সদর থানায় মামলা করলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
গুরুতর অবস্থায় আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।
বিস্তারিত দেখুন ভিডিওতে...