ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ চলছে
টানা পঞ্চম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। এদিকে আজ সোমবার (১৯ মে) তারা নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করছেন। এই সময় ভবনের মূল ফটক আটকে রাখেন তারা। যার কারণে ডিএসসিসির সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
আজ সকাল থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে রাজধানীর নগর ভবন ব্লকেড ঘোষণা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা।
এর আগে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে এসে জড়ো হন দলীয় নেকাকর্মীরা। তাদের ব্লকেডের কারণে নগরভবনে স্থবিরতা নেমে এসেছে এবং সব সেবা কার্যক্রমও বন্ধ রয়েছে। ব্লকেড কর্মসূচির কারণে গুলিস্তান এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এইদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানিয়েছেন, গত দুই দিনের মতো আজও সকল সেবা কার্যক্রম বন্ধ। অফিসে তালা দেওয়া থাকলে তো আমরা সেবা দিতে পারবো না। তাই যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে।