সাতক্ষীরায় সাবেক সংসদ সদস্য সেঁজুতি গ্রেপ্তার
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (১৯ মে) দিনগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সেঁজুতিকে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট অনুযায়ী একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সাতক্ষীরা সদর থানায় দায়ের করা। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।