মেয়েকে নির্যাতনের অভিযোগে সৎ মা আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় শিশুকে নির্যাতনের অভিযোগে সৎ মাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়েটাকে ওর সৎ মা কামড়াইছে, সামনদিকে অ্যাসিড দিছে। গোটা শরীরে দাগ। আমি গাড়ি চালাই, কিছুক্ষণের জন্য বাড়িতে আসি। ঘুমিয়ে আবারো চলে যাই। কিন্তু তার সৎ মা আমার বাচ্চাটাকে এভাবে নির্যাতন করছে আমি সহ্য করতে পারছি না।’
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, একটি শিশু যৌন নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেছি। যেহেতু দীর্ঘদিন থেকে সে অসুস্থ তাই উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় সৎ মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।