খাগড়াছড়ি সীমান্তে আরও ১৯ বাংলাদেশিকে পুশইন
খাগড়াছড়ির মাটিরাঙার আচালং সীমান্ত দিয়ে আবারও ১৯ জন বাংলাদেশিকে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (২৭ মে) ভোররাতে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে মাটিরাঙার আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
অনুপ্রবেশকারীরা জানিয়েছে, তারা কুড়িগ্রামের বাসিন্দা। কাজের খোঁজে ভারতের হরিয়ানায় গিয়েছিলেন। সেখান থেকে বিমানে আগরতলায় আনা হয়, পরে ত্রিপুরার করবুক সীমান্তের গুলোমনিপাড়া দিয়ে বিএসএফ জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।
মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম জানান, অনুপ্রবেশকারীদের দাবি তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তাদের দাবি সঠিক কিনা পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। অন্যথায় অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি মাসে দুই দফায় ৮৬ জন বাংলাদেশিকে সীমান্ত দিয়ে ঢুকিয়েছে বিএসএফ।