সাবেক সংসদ সদস্য সাজ্জাদুলসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ৬৮ জনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় আরও ১০০-২০০ জন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সাদত ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান।
এর আগে, ২৩ মে মদন থানায় মামলাটি দায়ের করেন মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব। মামলাটি বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে ও তদন্ত চলছে। নবাব নেত্রকোনার আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী ও উপজেলার চানগাঁও ইউনিয়নের বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মদন শহরে মিছিল বের করে। এ সময় তৎকালীন সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন দমনে পুলিশকে পেছনে রেখে গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ৫০-৬০ জন ছাত্র-জনতা গুরুতর আহত হয়। আহত হয়ে নবাব এক চোখের দৃষ্টি হারান ও অন্য চোখও মারাত্মক জখম হয়।