সোহাগ হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না বিএনপিপন্থি আইনজীবীরা

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় লড়বেন না বিএনপিপন্থি আইনজীবীরা। এমনকি কোন আইনজীবীদের আসামি পক্ষে না লড়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (ঢাকা বার ইউনিট)। আজ সোমবার (১৪ জুলাই) ঢাকা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আইনজীবীরা এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম বলেন, মিটফোর্ড হাসপাতালের সোহাগ হত্যা যা সিসি ফুটেজে স্পষ্টভাবে সবকিছু দেখার পরও কোন এক অজ্ঞাত কারণে এর সমস্ত দায়ভার বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
খোরশেদ আলম আরও বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের কোন সদস্য সোহাগ হত্যা মামলায় আসামি পক্ষে মামলা পরিচালনা করবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোন আইনজীবী যেন আসামিদের পক্ষে না দাঁড়ায় তার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইনজীবী ইকবাল হোসেন, খোরশেদ মিয়া আলম, সৈয়দ নজরুল ইসলাম, নেহার হোসেন ফারুক, আব্দুল খালেক মিলন, আমির হোসেন, আবুল কালাম আজাদ, এম এ কালাম খানসহ প্রমুখ আইনজীবী।