নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর কমিটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে দুর্গাপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
উদ্বোধন শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. হারেজ গণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আদালতের জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীসহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মো. জহিরুল আলম ভুইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল আওয়াল নির্বাচিত হন।
অপরদিকে আতাউর রহমান ফরিদকে পৌর বিএনপির সভাপতি এবং মো. হারেজ গণিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।