কোয়াবের নতুন সভাপতি মিঠুন
দেশের ক্রিকেটারদের সব বিষয় দেখভাল করে থাকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গত বছরখানেক কোয়াবের সব কার্যক্রম বন্ধ থাকার পর, লম্বা সময় বাদে অনুষ্ঠিত হলো ক্রিকেটারদের কণ্ঠস্বর হিসেবে সংগঠনটির নির্বাচন। সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছেন মোহাম্মদ মিঠুন।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে মিরপুরে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ২৫৫জন ভোটারের মাঝে ভোট দিয়েছেন ১৮৮ জন। যেখানে বিপুল সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিঠুন। ১৫৪টি ভোট পেয়েছেন তিনি। আর একমাত্র প্রতিদ্বন্দ্বি সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ পেয়েছেন ৩৪টি ভোট।
কোয়াবে মোট ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন হয়। যার মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০জন কার্যনির্বাহী সদস্য। সেলিম শাহেদ প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন হয়েছে শুধু সভাপতি পদে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ কার্যনির্বাহী সদস্য হলেন- নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস ও শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।
এই ১০ সদস্যের মধ্যে শান্ত, মিরাজ, আকবর, শুভ, শুক্কুর ও ইমরুল এখনও খেলছেন।