সচিবালয়ের কর্মচারীদের আন্দোলন ও জুলাই মঞ্চের পাল্টা কর্মসূচি স্থগিত

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন। অপরদিকে সাতদিনের মধ্যে ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে জুলাই মঞ্চও তাদের পাল্টা কর্মসূচি স্থগিত করেছে।
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে সরকারের সংশ্লিষ্টদের সাথে আলোচনার পর উভয়পক্ষ এ ঘোষণা দেয়।
সবিচালয়ের কর্মচারীদের নেতা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সঙ্গে আমাদের বৈঠক হবে। বৈঠক শেষে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।
অন্যদিকে জুলাই মঞ্চের মুখপাত্র আরিফুল ইসলাম জানান, সাতদিনের মধ্যে অর্থ উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই মঞ্চের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এর আগে আজ সকালে পুলিশের ১৪৪ ধারা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুলাই মঞ্চ। সচিবালয় ও এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাদের উৎখাতের দাবিতে গতকাল সোমবার রাত থেকে তারা সচিবালয়ের সামনে ওসমানী মিলনায়নে পাশে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে তাদেরকে পুলিশ অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলেও তারা অনড় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যদিকে আজ মঙ্গলবারও সচিবালয়ে কিছু সময় বিক্ষোভ করেন কর্মচারীদের একাংশ। বেলা সাড়ে ১১টার দিকে তারা সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। এসময় তারা নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।