সাতক্ষীরা সীমান্তে ২৩ জনকে পুশ ইন করল বিএসএফ

১৮ দিন পর আবারও সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ মঙ্গলবার (২৭ মে) ভোরে তাদের পুশইন করা হয়। ২৩ জনের মধ্যে সাতজন নারী ও সাতজন পুরুষ এবং ৯ জন শিশু রয়েছে। সীমান্ত থেকে সকালে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়া। পরে তাদের কুশখালী বিজিবি ক্যাম্প হেফাজতে রাখা হয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন কুশখালি বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পে বিষয়টি নিয়ে কথা বললেও কোনো সুরাহা হয়নি।
পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্তৃক পুশইনের শিকার বাংলাভাষী নাগরিকরা জানান, তারা অধিকাংশই ভারতের হরিয়ানা রাজ্যের রৌতক জেলায় বিভিন্ন ইটভাটায় ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করতেন। এদের অধিকাংশের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম ও ঝালকাঠি জেলায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুশ-ইনের শিকার ২৩ নারী, পুরুষ ও শিশুর প্রত্যেককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গত ৯ মে সাতক্ষীরা সুন্দরবনের মধ্যে নদীপথ দিয়ে তিন ভারতীয় নাগরিকসহ ৭৮ জনকে পুশ ইন করে বিএসএফ। তাদের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহীন সুন্দরবনের মান্দারবাড়ীয়া চর এলাকায় নদী পথ দিয়ে বাংলাদেশে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।