কারামুক্ত হলেন এটিএম আজহারুল ইসলাম
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতনেতা এটিএম আজহারুল ইসলাম কারামুক্তি পেয়েছেন।
আজ বুধবার (২৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পান। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ হাজার হাজার নেতাকর্মী তাকে রিসিভ করেন।
এর আগে গতকাল খালাসের সার্টিফাইড কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট। সেখানে দাপ্তরিক কাজ শেষে কারাগারে মুক্তির জন্য কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুরাইয়া আক্তার এনটিভি অনলাইনকে বলেন, আমরা খালাসের কপি পেয়েছি। এটিএম আজহারুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে। তবে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি রয়েছেন। খালাসের কপি পাওয়ার পর কারাকর্তৃপক্ষ ক্লিয়ারেন্স দেওয়ায় সেখান থেকে মুক্তি পান।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ গতকাল সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে পিনপতন পরিবেশে ট্রাইব্যুনালের রায় বাতিল করে এ রায় ঘোষণা করেন।
রায়ের পর এটিএম আজহারের আইনজীবী শিশির মনির জানান, শেখ হাসিনার আক্রোশ ও সম্পূর্ণ রাজনৈতিক কারণে এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছিল। আজকে ন্যায়বিচার পেয়েছি। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। এ রায়ের পর কারা মুক্তিতে কোনো বাধা নেই।