গোপালগঞ্জে এনটিভির বর্ষপূর্তি উদযাপন

আনন্দঘন পরিবেশে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, গাছের চারা বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে এনটিভির জমজমাট বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর।
বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ বেনজীর আহম্মেদ ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান।
গোপালগঞ্জের এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবির। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর হোসেন উদ্দিন শেখর শিশুদের ও বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এরপর অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে তুলে দেন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। পরে পৌরসভার চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রায় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।