দেশে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত

করোনাভাইরাসের প্রতীকী ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ২৪ জন ও ২০২০ সালে করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৩ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।