আগামী ৭২ ঘণ্টায় ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

ফেনী জেলার সেলোনিয়া ও মুহুরি নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার মুহরী ও সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে আজ শুক্রবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে নদীগুলোতে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন এই নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সুরমা ও কুশিয়ারা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
আগামী দুদিন এই নদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে নদীগুলো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী পাঁচ দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগের হালদা, গোমতী, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী এক দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তবে তৃতীয় দিন বৃদ্ধি পেতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী এক দিন স্থিতিশীল থাকতে পেতে পারে এবং পরবর্তী চার দিন পানি সমতল হ্রাস পেতে পারে ও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী পাঁচ দিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে।
দেশের বিভিন্ন নদ-নদীর ১২৭টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮০টি পয়েন্টে পানি সমতল বৃদ্ধি, ৪৪টিতে হ্রাস পেয়েছে ও তিনটি স্টেশনে অপরিবর্তিত রয়েছে।