পিকআপের ধাক্কায় ২ ভায়রাভাই নিহত

গাজীপুরের শ্রীপুরে একটি পিকআপের ধাক্কায় হারুন অর রশিদ (৪০) ও মো. জাকির হোসেন (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা ভায়রাভাই ছিলেন। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলার সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে এবং মো. জাকির হোসেন একই গ্রামের মো. আবদুল বারেকের ছেলে। দুজনেই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।
স্থানীয়রা জানায়, দুপুরে হারুন ও জাকির সিমলাপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটের উদ্দেশে রওনা হন। তাদের মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় জাকিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মাওনা চৌরাস্তার কাছাকাছি পৌঁছালে জাকিরের মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, একটি অজ্ঞাত পিকআপ মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।