দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৪

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন।
আজ সোমবার (১৯ মে) ভোরে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাইক্রোবাসচালক আরিফুল ইসলাম মানিক (৩৩), ঠাকুরগাঁও জেলা একাউন্টস অফিসের অডিটর মো. জুলফিকার আলি (৪০), দিনাজপুর জেলা একাউন্টস অফিসের সুপারিনটেনডেন্ট মো. দেলোয়ার হোসেন (৩৫) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা একাউন্টস অফিসের অডিটর মো. ইমরুল হাসান (৪০)।
আহতরা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা একাউন্টস অফিসের সুপারিনটেনডেন্ট মো. আল মামুন (৪০), ঠাকুরগাঁও জেলা একাউন্টস অফিসের সুপারিনটেনডেন্ট মো. নাহিদ হোসাইন (৩২) ও ঠাকুরগাঁও রোডের মুন্সিরহাট গ্রামের মো. মিজানুর রহমান (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
রংপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আমি ইতোমধ্যে সরজমিনে পরিদর্শন করেছি। প্রচণ্ড বৃষ্টি ছিল ও মাইক্রোবাসটি গতিসীমার চেয়ে বেশি গতিতে চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাস্তাটি অত্যন্ত ছোট। এই ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে। তদন্ত করে দেখা হবে আসলে দোষ কার। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।