শাওন হত্যা মামলায় হাজী সেলিম গ্রেপ্তার

ঢাকার সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। ফাইল ছবি
রাজধানীর লালবাগ থানার ইলেকট্রেশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকার সাবেক এমপি হাজী সেলিমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন শাওন সিকদার। ঘটনার দিন ইডেন মহিলা কলেজের সামনে পৌঁছালে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় মামলা হয়।
গত বছরের ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মো. সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।