স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে চবির ২০ শিক্ষার্থী আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) দিনগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন শাহাবুদ্দীন ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী শাহাবুদ্দীন ভবনে ভাড়া থাকেন। দিনগত রাত সোয়া ১২টার দিকে তিনি বাসায় প্রবেশ করতে গেলে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। পরে শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। শিক্ষার্থীরা ধাওয়া করলে স্থানীয়রা ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ২০ জন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. কোরবান আলী ও নাজমুল হোসাইন পুলিশের সঙ্গে রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয়দের দখলে থাকায় তারা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর রাস্তায় প্রবেশ করতে পারেননি। পরে রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন।
ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি প্রতিদিন সময়মতো বাসায় ফিরি। সেদিনও রাত ১২টার মধ্যেই এসেছি। দারোয়ান দরজা খুলছিলেন না। জোরে ডাক দিলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে হঠাৎ আমার গলায় চড় মারেন। পরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে লাথি মারেন। আমি আত্মরক্ষার চেষ্টা করলে রুমমেট ও আশপাশের লোকজন এগিয়ে আসেন।’
চবির মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. টিপু সুলতান বলেন, একই সঙ্গে এত শিক্ষার্থীকে আহত অবস্থায় আসতে আমি আগে দেখিনি। অনেককে সেন্টারে চিকিৎসা দিয়েছি। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
চবি প্রক্টর অধ্যাপক ড. তানভির হায়দার বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছে- এটা দুঃখজনক। আমরা সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে কথা বলেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।