বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
আজ বুধবার (২৩ জুলাই) বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বড়াইগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ খান জানান, তরমুজ পাম্প এলাকায় ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
জানা গেছে, বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তরমুজ পাম্প এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।