দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

দীঘিনালায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি : এনটিভি অনলাইন
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দীঘিনালার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
২০৩ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের আয়োজনে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোনের সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন দীঘিনালা থানাপাড়া, পোমাং পাড়া ও আশেপাশের বেশ কয়েকটি গ্রামের অসংখ্য মানুষ।
চিকিৎসাসেবা প্রদান করেন- ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ মেজর মো. মোজাম্মেল হোসেন, গাইনি বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান ও দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি।