বৈষম্যবিরোধী সেই নেতার আরেক বাসা থেকে ৩ লাখ টাকা উদ্ধার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছে পুলিশ। রাজধানীর বাড্ডায় বৈকাল এলাকার ওই বাসাটিতে অভিযান চালিয়ে দুই লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, রিয়াদের সাত দিনের রিমান্ড চলছে। আজ রিমান্ডের চতুর্থ দিন। রিমান্ডে দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে নতুন একটি বাসার তথ্য পাই। সেই তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে সেখান থেকে নগদ দুই লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।
হাফিজুর রহমান বলেন, শাম্মী আহমেদের বাসা থেকে রাজ্জাকরা যে ১০ লাখ টাকা চাঁদা নিয়েছিল, উদ্ধার হওয়া ২ লাখ ৯৮ হাজার টাকাও এর অংশ। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে রিয়াদের একটি ভাড়া বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার ৪টি চেক উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (৩০ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেক উদ্ধারের বিষয়টি জানানো হয়।