ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা চুরি, ৩ নারী আটক

নাটোরের লালপুরে অগ্রণী ব্যাংকের গোপালপুর শাখায় ঢুকে গ্রাহকের টাকা চুরির অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন সদর উপজেলার হালসা আওরাইল গ্রামের হাসি বেগম (২৫), আছিয়া বেগম (৪০) ও আলেয়া খাতুন (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর কলেজ মোড় এলাকার ফাতেমা নামে এক গ্রাহক ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিতে যান। ভাউচার লেখার সময় তার ব্যাগ থেকে টাকা বের করে নেন আটক তিন নারী। ঘটনার পর পরই গ্রাহক ফাতেমা নিরাপত্তাকর্মীকে চুরির ঘটনা জানান। তখন ব্যাংকের ফটক বন্ধ করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হয়। সেখানে তিন নারী টাকা নেওয়ার দৃশ্য শনাক্ত করা যায়। পরে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।