গণমাধ্যমকর্মীদের সঙ্গে নড়াইলের নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নড়াইলের নবাগত পুলিশ মোসা. সুপার সাদিরা খাতুনের সঙ্গে জেলায় দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : এনটিভি
নড়াইলের নবাগত পুলিশ মোসা. সুপার সাদিরা খাতুন জেলায় দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। আজ রোববার বিকেল ৫টায় পুলিশ লাইন্সের সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অতিরিক্তি পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার জহির ঠাকুরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার তার বক্তব্যে সাংবাদিকতা পেশার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দানের পাশাপাশি অপরাধ দমনে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।